×

অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে তিনজনের পদোন্নতি

Icon

nakib

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৯:২৮ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের  নির্বাহী পরিচালক পদে তিনজনের পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন- মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আওলাদ হোসেন চৌধুরী, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট-এর মহাব্যবস্থাপক মোঃ সুলতান মাসুদ আহমেদ ও গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক মোসা. নাহিদা বেগম। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের অফিস নির্দেশনায় তিনজনকেই নির্বাহী পরিচালক পদে পদোন্নতি করা হয়। মোঃ আওলাদ হোসেন চৌধুরী : মোঃ আওলাদ হোসেন চৌধুরী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাস্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। আওলাদ ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পল্লী ঋণ প্রকল্প, ব্যাংক পরিদর্শন বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি,অফসাইট সুপার ভিশন, ফরেন এক্সচেঞ্জ অপারেশন, ডেট ম্যানেজমেন্ট বিভাগ, কারেন্সি অফিসার (জিএম), বরিশাল অফিসসহ গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, মালয়শিয়া ইন্দোনেশিয়া ভ্রমন করেছেন। মোঃ সুলতান মাসুদ আহমেদ : সুলতান মাসুদ ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার গৌরাঙ্গুল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। সুলতান মাসুদ ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগ, হিসাব বিভাগ, গৃহায়ন তহবিল, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট ও রংপুর অফিসেও নিয়োজিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, মাল্টা ও জার্মানী ভ্রমন করেছেন। মোসা নাহিদা বেগম : নাহিদা বেগম রাজশাহী শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিদ্যা বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। নাহিদা ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস, প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনোয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, শিল্পঋণ বিভাগ, কৃষি ঋণ বিভাগ, হিউম্যান রিসোসের্স ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, নেপাল, জার্মানী ও তুরস্ক ভ্রমন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App