আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা  

আগের সংবাদ

কনসার্ট দিয়েই বিশ্বজিতের নতুন বছর শুরু

পরের সংবাদ

আয়োজনে মমতাজ

মানিকগঞ্জে ‘মধুর মেলা’ শুরু

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০ , ১২:৫৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১, ২০২০ , ৬:৪১ অপরাহ্ণ

মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজ বাড়ি সিংগাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে আজ বুধবার ( ১ জানুয়ারি ) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মধুর মেলা। মমতাজের প্রয়াত পিতা বাউল সাধক আলহাজ মধু বয়াতির স্মরণে প্রতি বছর ইংরেজি নতুন বছরের শুরুতে এ মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় ১ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম এ আসর। চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।  মেলার মূল আকর্ষণ সাড়া দেশের বিখ্যাত বাউল শিল্পীদের অংশ নেয়ায় লোকজ ও পালা গানের অনুষ্ঠান।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে গান পরিবেশন করবেন ফকির সাহাবুদ্দিন ও কাজল দেওয়ান। ওই দিন রাত ১০টা থেকে রাতব্যাপী পালা গান পরিবেশন করবেন মুক্তা সরকার এবং জহির বাউল। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। পালা গানে অংশ নেবেন- রুমা সরকার ও বাবু সুনিল কর্মকার। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। সন্ধ্যায় মেলা মঞ্চে নাটক ‘রূপবান’ মঞ্চস্থ হবে। নাটক শেষে রাতব্যাপী খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। মেলাকে ঘিরে ইতোমধ্যে বাউল কমপ্লেক্স এলাকায় বইছে উৎসবের আমেজ। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন ও ইলেকট্রিক নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে মমতাজ বেগম এমপি এ মেলার আয়োজন করে থাকেন।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়