×

শিক্ষা

জেএসসিতে পাসের হার ৮৭.৯০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ পিএম

জেএসসিতে পাসের হার ৮৭.৯০

ফাইল ছবি।

জেএসসিতে পাসের হার ৮৭.৯০

ভিকারুন্নেসা নূন স্কুলের ছাত্রীদের উল্লাস। ছবি: ভোরের কাগজ।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটে (জেডিসি) পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গত বারের চাইতে এ বছর ২ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন। যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

বোর্ডওয়ারি পাসের হার, ঢাকা বোর্ডে ৮২.৭২, রাজশাহী বোর্ডে ৯৪.১০, কুমিল্লা বোর্ডে ৮৮.৮০, যশোর বোর্ডে ৯১.০৮, চট্টগ্রাম বোর্ডে ৮২.৯৩, বরিশাল বোর্ডে ৯৭.০৫, সিলেট বোর্ডে ৯২.৭৯, দিনাজপুর বোর্ডে ৮৩.৯২, ময়মনসিংহ বোর্ডে ৮৭.২১ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৭৭ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App