×

জাতীয়

বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছে এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্পনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষনা দিয়েছে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ভোটাধিকার হরণ ও ভোটডাকাতির ভয়াল রাত ছিল ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি বাংলাদেশে। তাই এই আওয়ামী লীগকে অনন্তকাল রাতের ভোটডাকাতির কলঙ্কতিলক বহন করে যেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App