×

জাতীয়

বামজোটের ‘কালো দিবসের’ সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:২২ পিএম

বামজোটের ‘কালো দিবসের’ সমাবেশ

বামজোটের মিছিল। ছবি: ভোরের কাগজ।

গত বছরের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি করে ক্ষমতার আসা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উৎক্ষাত এবং সরকারের নতজানু অকর্মা নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার ( ৩০ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত মিছিলপূর্ব এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল কাফি রতন, বাসদ নেতা বজলুল রশিদ ফিরোজ ও বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। বক্তারা বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে এ নিলজ্জ সরকার ক্ষমতা দখল করে। ২৯ ডিসেম্বর রাতে প্রশাসন যন্ত্রের মাধ্যমে ব্যালটে সিল মেরে তা বাক্স ভরে রাখে। আর সরকারের নতজানু নির্বাচন কমিশন সে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ বলে বৈধতা দেয়। বক্তারা এ নতজানু নির্লজ্জ ইসির পদত্যাগ দাবি করে ইসির পূর্নগঠনের দাবি জানান। তারা বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে অবাধ নির্বাচনের আহ্বান জানান। জোটর নেতারা ও শত শত সমর্থকরা কালো পতাকা র‌্যালি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বারক লিপি দেবার উদ্দেশ্য মিছিল সহযোগে অগ্রসর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App