×

খেলা

ডেলপোর্টের ঝড়ে তছনছ সিলেট থানডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৮ পিএম

ডেলপোর্টের ঝড়ে তছনছ সিলেট থানডার

বিপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখী হয়েছে সিলেট থানডার ও রংপুর র‌্যাঞ্জার্স। টস জিতে রংপুর র‌্যাঞ্জার্স ব্যাটিংয়ের জন্য সিলেটকে আমন্ত্রণ জানালে সিলেট ৯ উইকেটে সংগ্রহ করে ১৩৩ রান।

সিলেট ব্যাটিংয়ে নামলে শুরুতেই হোচট খায় ওপেনার ব্যাটসম্যানরা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তালু বন্দী হয়ে শূন্য রানে ফিরে যান বঙ্গবন্ধু বিপিএল প্রথম শতক করা ফ্লেচার। সিলেটের মারমুখী আরেক ব্যাটসম্যান চার্লস ফিরে যান নয় রানে। দলের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ৬২ রান করেন মোহাম্মদ মিঠুন। বাকিরা কোনো ছন্দে ফিরতে পারেনি রংপুরের বোলারদের প্রতিপক্ষ হয়ে। রংপুরের হয়ে মুস্তাফিজ চার ওভারে ১০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

জাবাবে রংপুর খেলতে নেমে ডেলপোর্টের ঝড়ে সাত উইকেট থাকতেই সহজ জয় তুলে নেয়। ওপেনার ব্যাটস ম্যান ওয়াটসন এক রানে ফিরে যাওয়ার পর আসেন ডেলপোর্ট। এরপরই তিনি শুরু করেন তিনি ব্যার্টিং ঝড়। ২৮ বলে পাঁচটি ছয় ও ছয়টি চারের সাহায্যে ডেলপোর্ট করেন সর্বোচ্চ ৬৩ রান।  ‍খুলনার হয়ে নাভিন উল হক চার ওভারে শিকার করেন দু’টি উইকেট।

বঙ্গবন্ধু বিপিএলের ২৬তম ম্যাচে মুখোমুখী হবে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়েলস। ম্যাচটি সন্ধা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App