×

জাতীয়

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৫ পিএম

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা উদ্যোগ

আগামী ৪ জানুয়ারী ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৩০ ডিসেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় সকল সাংগঠনিক ইউনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা কর্মসূচী পালন করবে ছাত্রলীগ।

এছাড়াও ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৭ জানুয়ারি সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিকাল ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App