×

জাতীয়

একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তি আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ পিএম

একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তি আজ

আজ ৩০ ডিসেম্বর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। গেল বছরের এইদিনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করে। দিবসটিকে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশে দিবস পালন করবে।

তবে বিএনপি দিনটি পালন করবে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে দাবি করে তারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে। নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করার কর্মসূচি নিয়েছে। এছাড়া বেলা দুটায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

এছাড়া গণতান্ত্রিক বাম জোট দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করছে। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App