×

জাতীয়

উত্তরে জাপার মেয়র কাউন্সিলর প্রার্থী যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:০৩ পিএম

উত্তরে জাপার মেয়র কাউন্সিলর প্রার্থী যারা

উত্তরের মেয়র প্রার্থী ব্রি. জে. (অব.) কামরুল ইসলামের হাতে মনোনয়ন তুলে দিচ্ছেন জাপা চেয়ারম্যান। ছবি: ভোরের কাগজ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব নাম উল্লেখ করা হয়।

তথ্য অনুযায়ী, উত্তর সিটিতে মেয়র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। এছাড়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটির ওয়ার্ড নম্বর-১ এ আশেকুল আমীন, ওয়ার্ড-২ এ শেখ আমিনুল হাকিম নিজাম, ওয়ার্ড-৩ এ সিরাজুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৪ এ নুরু দেওয়ান, ওয়ার্ড নম্বর-৫ এ মো. শুক্কুর শেখ, ওয়ার্ড-৬ এ আমানত হোসেন, ওয়ার্ড-৭ এ শেখ মো. নাসিরউদ্দিন, ওয়ার্ড-৮ এ ডা. সেলিমা খান, ওয়ার্ড-৯ এ আলমাস উদ্দিন-৯, ওয়ার্ড-১০ এ হামিদ হাসান।

এছাড়া ওয়ার্ড-১১ এ আবুল কালাম ভান্ডারী, ওয়ার্ড-১২ এ জসিম হাওলাদার, ওয়ার্ড-১৩ এ এসএম শহিদউল্যাহ সুজা, ওয়ার্ড-১৪ এ মোহাম্মদ বেলায়েত হোসেন মানিক, ওয়ার্ড-১৫ এ শাখাওয়াত হোসেন (দুলাল আকন), ওয়ার্ড-১৬ এ মুকুল আমিন, ওয়ার্ড-১৭ এ আলী শেখ, ওয়ার্ড-১৮ এ আব্দুল আজিজ খাঁন, ওয়ার্ড-১৯ এ সৈয়দ মঞ্জুর হোসেন।

অপরদিকে, ওয়ার্ড নম্বরে ২০ এ এ সাইফুল ইসলাম পিটু, ওয়ার্ড-২১ এ এস এম আমিনুল হক সেলিম, ওয়ার্ড-২২ এ হাজী আবুল হোসেন, ওয়ার্ড-২৩ এ কাজী আবুল খায়ের, ওয়ার্ড-২৪ এ মিলন শিকদার, ওয়ার্ড-২৫ এ কাজী মামুন, ওয়ার্ড-২৬ এ আলহাজ আব্দুল শুকুর প্রধান, ওয়ার্ড-২৭ এ জাকির হোসেন, ওয়ার্ড-২৮ এ মনির, ওয়ার্ড-২৯ এ সৈয়দ শাহাদাত হোসেন, ওয়ার্ড-৩০ এ ফজলুর রহমান।

এরপর ওয়ার্ড নম্বর ৩১ এ শফিকুল ইসলাম সেন্টু, ওয়ার্ড-৩২ এ এসএম হাশেম, ওয়ার্ড-৩৩ এ হাজী শমসের আলী, ওয়ার্ড-৩৪ এ হাজী ফারুক শেখ, ওয়ার্ড-৩৫ এ আবুল বাশার চৌধুরী, ওয়ার্ড-৩৬ এ হাজী নাসিরউদ্দিন সরকার, ওয়ার্ড-৩৭ এ শফিকুল ইসলাম লিপন, ওয়ার্ড-৩৮ এ জাকির হোসেন হান্নান, ওয়ার্ড-৩৯ এ বজলুর রহমান মৃধা, ওয়ার্ড-৪০ এ সানোয়ার হোসেন কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

আবার ঢাকার উত্তর সিটির ওয়ার্ড-৪১ এ কাউন্সিলর প্রার্থী আরিফুল রহমান, ওয়ার্ড-৪৪ এ রফিকুল ইসলাম, ওয়ার্ড-৪৫ এ মাহমুদুল হাসান আলাল, ওয়ার্ড-৪৬ এ মহসিন ভূঁইয়া, ওয়ার্ড-৪৭ এ খোরশেদ আলম, ওয়ার্ড-৪৮ এ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড-৪৯ এ আবুল হোসেন, ওয়ার্ড-৫০ এ ফজলুল হক শিশির, ওয়ার্ড-৫২ এ ইব্রাহীম হোসাইন, ওয়ার্ড-৫৩ এ আলি আকবর দয়াল, ওয়ার্ড-৫৪ এ আলাউদ্দিন আলাল রয়েছেন।

অপরদিকে, সংরক্ষিত মহিলা আসনে আছেন তিনজন নারী। এরা হলেন- ওয়ার্ড-১২, ১৩ ও ১৪ নম্বরে আনোয়ারা খাতুন, ওয়ার্ড নম্বর ২৯, ৩০ ও ৩১ নম্বরে সাবিনা আক্তার এবং ৫২, ৫৩ ও ৫৪ নম্বরে হাসনা হেনা আহাম্মেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App