×

পুরনো খবর

আ.লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ওমরনগর ও চন্দনী গ্রামের দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে আকিদুল ইসলামকে (৪০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। আটককৃতরা হলেন, গুনবহা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু (৬০), সাইফুর রহমান (৫৫), ইছাক মোল্যা, ৬৫), নেছার উদ্দিন (৬০), তৈয়ব আলী (৩৮) ও টিন্টু কাজী (২৮)। এলাকা সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করার জন্য বাগুয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতি প্রার্থী হন ৩জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হন ৯জন। নেতারা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না করে চলে আসেন। এই নিয়ে সভাপতি প্রার্থী সুধীর ঘোষ ও সভাপতি প্রার্থী আলমগীর মোল্যার পক্ষের সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম ছিরু মেম্বারের (সাবেক) লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। এক পর্যায়ে রবিবার সকালে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির সময় ঢাল সড়কি, লাঠি সোঠা, ইট পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এ ব্যাপারে সিরাজুল ইসলাম ছিরু বলেন, কমিটি গঠন করা নিয়ে কথা কাটাকারির শেষে আমার লোকজনের ওপর সুধীর ঘোষ ও দাউদ মেম্বারের লোকজন হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সুধীর ঘোষ বলেন, আমি গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ায় ছিরু মেম্বারের বিপক্ষের লোকজন আমাকে সমর্থন করেন। আমাকে সমর্থন করায় ছিরু মেম্বারের লোকজন তাদেরকে গালিগালাজ করে এবং উসকানিমুলক কথা বার্তা বলে। এতেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App