রংপুরকে ১৩৪ রানের টার্গেট দিল সিলেট

আগের সংবাদ

ভালোবাসা দিবসে সজল-পূজার ‘জ্বীন’

পরের সংবাদ

নয়াপল্টনে ফের ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯ , ৩:৩৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৯ , ৩:৩৫ অপরাহ্ণ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সেখানে ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সে সম্পর্কে জানা যায়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে বিএনপির পক্ষ থেকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছিল বিএনপি। তবে রাস্তা অবরোধ করে সমাবেশ না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ পাওয়ার পর আজকের সমাবেশ পিছিয়ে আগামীকাল মঙ্গলবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এর মধ্যেই বিএনপি অফিসের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনার জন্য বিএনপিকেই দায়ী করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের নিজেদের কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল মেরে রাজনৈতিক ফায়দা লোটার জন্য করেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

এনএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়