×

খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচিত ঘটনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫ পিএম

বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচিত ঘটনা
শেষ হয়ে যাচ্ছে ২০১৯ সাল। আর ২ দিন পর নতুন বছর ২০২০ সালকে বরণ করে নিবে বিশ্ব। এই ২০১৯ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটেছে বেশ কয়েকটি আলোচিত ঘটনা। চলুন জেনে নেই ২০১৯ সালে ঘটা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের কিছু আলোচিত ঘটনা। টেনিসকে যারা ভালোবাসেন ও নিয়মিতহ খবর রাখেন তাদের এ বছর উইম্বলডন ওপেনে ছেলেদের এককের ফাইনালের কথা মনে থাকবে সারাজীবন। এবারের ফাইনালে লড়েছিলেন টেনিসের চিরপ্রতিদ্ব›দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরার। ফেদেরারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জেতেন জকোভিচ। দুজনের এ লড়াইটি স্থায়ী হয়েছিল ৪ ঘণ্টা ৫৭ মিনিট। উইম্বলডেনের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের ফাইনাল ম্যাচ। এবছর ক্রিকেটে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে নিষেধাজ্ঞা প্রদান। দেশটির ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণে আইসিসি তাদের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে আবার ২ মাস পর আবার এটি তুলে নিয়েছিল আইসিসি। জিম্বাবুয়ের পাশাপাশি নেপালের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এই ২০১৯ সালে বিশ্বক্রীড়াঙ্গনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা। এই হামলাটি হয়েছিল একটি মসজিদে। আর যে মসজিদে হামলাটি হয়েছিল সেখানে জুমার নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। অল্পের জন্য ভাগ্যজোড়ে সেই হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এই ২০১৯ সালে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার আসর। ঘরের মাটিতে অনুষ্ঠিত আসরে শিরোপা জেতে ব্রাজিল। তবে এই আসরে রেফারির বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। যার দরুণ তাকে আন্তর্জাতিক ফুটবল থেকে ৩ মাসের নিষেধাজ্ঞায় পড়তে হয়। ২০১৯ সালে ফুটবলে যে আলোচনাটি সবচেয়ে বেশিবার হয়েছে সেটি হলো নেইমারের পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফেরার চেষ্টা। ফুটবলে নতুন মৌসুমে দলবদলের সময় পিএসজি ছেড়ে বার্সায় আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এ বছর বিশ্ব ক্রীড়াঙ্গনে আরেকটি আলোচনা ছিল রাশিয়ার সবধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার ব্যাপারটি। কয়েকদিন আগে ডোপ টেস্ট কেলেঙ্কারির কারণে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থা (ওয়াডা) রাশিয়ার ওপর ৪ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ২০২০ সারের টোকিও অলিম্পিক ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না দেশটি। তবে অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবে। এ বছর ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত হয় নারীদের অষ্টম বিশ্বকাপ। এবারের আসরে শিরোপা নিজেদের ঘরে তুলে আমেরিকার মেয়েরা। মেয়েদের ফুটবলে যা আমেরিকানদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন। ২০১৯ সালে বিশ্বক্রীড়াঙ্গনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পায় পাপুয়া নিউ গিনি। এছাড়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে থাইল্যান্ডের মেয়েরা। এছাড়া ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে জাপানের ছেলেরা। এবছর দীর্ঘ ১৪ বছর বাদে আবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ইংলিশ ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এবছর ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতে তারা। আর সবমিলিয়ে সারাবিশ্বে যেটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি হলো ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। লর্ডসে অনুষ্ঠিত হওয়া ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে হওয়া সুপার ওভারের শেষ বলটিকে বিবিসি আখ্যায়িত করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে শতাব্দীর সেরা মুহূর্ত হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App