×

আন্তর্জাতিক

সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত ৭৬

Icon

nakib

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ০৫:২২ পিএম

সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত ৭৬
সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত ৭৬
শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম একটি রাস্তায় ভয়াবহ এক গাড়ি বোমা হামলার ঘটনা ঘটলে অন্ত্যত ৭৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। শহরের এ ব্যস্ততম শড়কে একটি নিরাপত্তা চৌকি ও কর অফিস থাকায় সেখানে গাড়ির অনেক জ্যাম থাকে। হামলার পরেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শহরটির মেয়র নিহতের সঠিক কোন সংখ্যা উল্লেখ করতে না পারলেও ৯০ জন মারাত্বকভাবে আহত হয়েছে বলে জানায়। শহরটিতে প্রায়ই আল কায়েদার সহযোগি গোষ্ঠি আল-সাবাব জিহাদি প্রুপ হামলা চালিয়ে থাকে। ২০১১ সালে জিহাদি গ্রুপটিকে রাজধানী থেকে হাটয়ে দেয়া হলেও দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাদের প্রভাব রয়েছে। ২০১৫ সাল থেকে দেশটিতে ১৩ টি হামলায় ২০ জন নিহত হয় যেখানে মোগাদিসুতে ১১ জন নিহত হয়েছিল। সবগুলো হামলাই গাড়ি বোমার দ্বারা পরিচালিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে জঘন্য হামরার ঘটনা ঘটে। যখন মোগদিসুতে ৫১২ জন নিহত হয়েছিল এবং আরো ২৯৫ জন মারাত্বকভাবে আহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App