×

সারাদেশ

দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম

দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিহত

দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার। ছবি: সংগ্রহ

দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের পরিচালক নিহত

ব্যাংক কর্মকর্তার পরিবার। ছবি: সংগ্রহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও তার ২ মেয়ে নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু এবং তার মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)। এসময় সাইফুজ্জামানের স্ত্রী কনিক আক্তার (৩৫) ও ১০ বছরের ছেলে মন্টি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[caption id="attachment_190602" align="aligncenter" width="700"] ব্যাংক কর্মকর্তার পরিবার। ছবি: সংগ্রহ[/caption]

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, একটি লরি তাদের প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের দুই মেয়ে নিহত হন। এসময় তাকে ও তার স্ত্রী কনিক আক্তার এবং এক ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে সাইফুজ্জামান মন্টু মারা যান।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ কর্মকর্তা তার পরিবার সহ বান্দরবানে ঘুরতে গিয়ে ছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App