×

সারাদেশ

সৈয়দ হকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৩ পিএম

সৈয়দ হকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা

সৈয়দ শামসুল হকের সমাধি পাশে জেলা প্রশাসক। ছবি: প্রতিনিধি

বরেণ্য কবি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তার সমাধিতে জানানো হয়েছে ফুলেল শ্রদ্ধা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলা ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোগে সৈয়দ হকের বর্ণাঢ্য জীবনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

বক্তারা কবির সমাধিকে ঘিরে প্রস্তাবিত স্মৃতি কমপ্লেক্স দ্রুত নির্মানের দাবি জানান। পরে শহরের পিটিআই চত্ত্বরে কবি সৈয়দ হকের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামের পুরাতন শহরে জন্মগ্রহণ করেন। গুণী এই লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান। শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তাকে সমাহিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App