×

জাতীয়

রওশন প্রধান পৃষ্ঠপোষক, কাদের চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২০ পিএম

নেতৃত্ব ও কর্তৃত্বের দ্বন্দ্ব অবসানে অবশেষে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং জিএম কাদেরকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়ামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) দলের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তই পাস করা হবে। সিদ্ধান্ত মোতাবেক দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদকে পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত করা হচ্ছে। তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এই পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন। তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবে না। তা বিলুপ্ত হয়ে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশন এরশাদই হবেন দলের শীর্ষনেতা। যেকোনো পাবলিক মিটিংয়ে চেয়ারম্যানের উপরের মর্যাদা ভোগ করবেন। এছাড়া দলীয় পতাকা একমাত্র তার গাড়িতেই থাকবে। জাপায় এমন একটি নতুন পদ সৃষ্টি করে গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। দলের চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির একজনকে সিনিয়র কো-চেয়ারম্যান, আরো ৬ জন কো-চেয়ারম্যান পদ বৃদ্ধি এবং ৮ বিভাগে ৮জন অতিরিক্ত মহাসচিবের নতুন পদ সৃষ্টি করে তা গঠনতন্ত্রে অনুমোদন দেয়া হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র সংশোধন, মহাসচিব নির্বাচন, কো-চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিবসহ নতুন কমিটি গঠনে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে এখতিয়ার দেয়া হয়েছে। সেটি সম্মেলনে পাস করিয়ে নেয়া হবে। সভায় গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভরায় সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App