×

সারাদেশ

ফোন কেড়ে নেয়া সেই প্রকৌশলীর বিরুদ্ধে জিডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ পিএম

ফোন কেড়ে নেয়া সেই প্রকৌশলীর বিরুদ্ধে জিডি

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইউনূস আলী

সড়কের নির্মাণ কাজের ভিডিও ধারন করায় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে মামলার হুমকি দেয়া সেই প্রকৌশলী ইউনূস আলীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন ভুক্ত ভুগী সাংবাদিক। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাগাতিপাড়া থানায় জিডিটি করা হয়। এদিকে এঘটনার প্রতিবাদে সভা করেছে স্থানীয় প্রেস ক্লাব। সভায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় সাংবাদিকরা। জিডি সূত্রে জানা যায়, ১৬ কোটি টাকা ব্যয়ে বিহারকোল-আড়ানী সড়ক নির্মাণের গালিমপুর পয়েন্টে কার্পেটিং কাজের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মিজানুর। সে সময় প্রকৌশলি সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে আই সিটি মামলার হুমকি দেন। এতে ওই কর্মকর্তার দ্বারা সাংবাদিক মিজানের যে কোনো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা বিরাজ করছে এবং পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন। শুক্রবার সন্ধায় বাগাতিপাড়া মডেল থনায় সাংবাদিক মিজান এই জিডি করেন। অপরদিকে, শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ঘটনার প্রতিবাদ জানিয়ে সেই প্রকৌশলির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় প্রেস ক্লাব। প্রতিবাদ সভায় বিষয়টি তদন্ত করে দ্রুত ওই কর্মকর্তার বিচার দাবি জানান সাংবাদিকরা। এছাড়াও শনিবার মানব বন্ধ এবং রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। [caption id="attachment_190132" align="aligncenter" width="700"] সড়ক নির্মাণ কাজ চলছে। ছবি: প্রতিনিধি।[/caption] উল্লেখ্য, গত বৃহস্প্রতিার (২৬ ডিসেম্বর) দুপুরের বিহারকোল-আড়ানী সড়ক নির্মানের কাজের গালিমপুর পয়েন্টে কার্পেটিংয়ের কাজের ভিডিও ধারন করছিলেন ৭১ টিভির স্থানীয় সাংবাদিক ও দৈনিক যায়যায়দিনের স্থানীয় প্রতিনিধি মিজানুর। সে সময় নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইউনূস আলী সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মিজানের হাত থেকে ভিডিও ধারনের মোবাইল ফোনটি কেড়ে নেন। অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিক মিজানকে আইসিটি আইনে মামলার হুমকি দেন ওই প্রকৌশলি । মোবাইল ফোনটি ফেরত চাইলে ফোনটি পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এরপর ধারণ করা ভিডিও ডিলিট করে মোবাইল ফোনটি ফেরত দেন সাংবাদিক মিজানকে। এরপর সড়কের নির্মাণকাজ সম্পর্কে সাংবাদিক তার কাছে তথ্য চাইলে প্রকৌশলী ইউনূস তা দিতে পারবেনা জানিয়ে তথ্য অধিকার আইনে অফিসিয়াল প্রসেসে নেওয়ার কথা বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App