সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী শাস্ত্রীয়সংগীতের অনুষ্ঠান।
সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় শুরু হয় ‘গানের ঝরনা তলায়’ এর আয়োজন। এরপর শৌণক দেবনাথের সারেঙ্গিতে রাগ মধুবন্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার।
এরপর ছিলো ইলহাম ফুলঝুরি খান এবং ইসরা ফুলঝুরি খানের যুগল সরোদবাদনে রাগ কিরওয়ানি, তবলায় রতন কুমার দাশ। খেয়ালে রাগ পুরিয়া ধানাশ্রী পরিবেশন করেন কানিজ হুসনা আহম্মাদী, তবলায় প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল। অতিথিশিল্পী রীনাত ফৌজিয়ার সেতার বাদনের মধ্য দিয়ে গানের ঝরনাতলার প্রথমদিনের আয়োজন শেষ হয়। তাঁর সাথে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক।
আগামীকাল ২৭ ডিসেম্বর আয়োজনের দ্বিতীয়দিন থাকবে গানের আসর ‘প্রাণের খেলা’, এতে অংশগ্রহণ করবেন শ্রাবণী মজুমদার, বুলবুল ইসলাম এবং মিতা হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।