×

জাতীয়

ছাত্রলীগের পুনর্মিলনী ৪ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ এএম

ছাত্রলীগের পুনর্মিলনী ৪ জানুয়ারি

আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠন টির সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে ছাত্রলীগ। ওই দিন বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটায় শুরু হবে অনুষ্ঠানটি। কেন্দ্রীয় সহ সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা পুনর্মিলনীতে অংশ নেবেন।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভোরের কাগজ এ তথ্য জানান।

তারা জানান, পুনর্মিলনী সফল করতে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনর্মিলনীতে প্রধান অতিথি থাকবেন। ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য নিশ্চয়ই অনেক গর্বের। পুনর্মিলনীতে আমাদের এই সংগঠনের সাবেক নেতাদের পাশাপাশি বর্তমান নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হবে সারাদেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের ও। এবারের পুনর্মিলনী কে আমরা স্মরণীয় করে রাখতে চাই। এজন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছি। আশা রাখছি আমরা একটা সফল পুনর্মিলনী অনুষ্ঠান উপহার দিতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App