×

খেলা

ফের সুসংবাদ পেলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ এএম

ফের সুসংবাদ পেলেন সাকিব
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় সাকিব আল হাসানকে এক বছর মাঠের বাইরে থাকার শাস্তি দিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও একের পর এক সুসংবাদ পাচ্ছেন তিনি। গত ২২ ডিসেম্বর উইজডেনের দশক সেরা একাদশে স্থান পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এত অর্জনে মুগ্ধ সাকিব। তাই এমন অর্জনের পর উইজডেনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের এ ক্রিকেটার। সাকিব ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশে আছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স । দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো ধোনি। দলের উইকেটরক্ষকের দায়িত্বও তার কাঁধেই রাখা হয়েছে। গত এক দশকের ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। শীর্ষ পর্যায়ের প্রকৃত অলরাউন্ডার বলা হয় তাকে। ব্যাটে তেমন ঝড় তুলতে না পারলেও ধারাবাহিকতার অনন্য উদাহরণ তিনি। বল হাতে যে কোনো পিচেই নিজেকে মানিয়ে নিতে পারেন। এমন অসাধারণ অলরাউন্ডার বর্তমান যুগে দ্বিতীয়টি নেই। তাইতো কদিন আগে উইজডেন ক্রিকেট সাময়িকী গত এক দশকের (১০ বছর) ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করেছে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের প্রকাশিত একাদশটিতে নাম আছে সাকিব আল হাসানের। উইজডেনের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরমেন্সের বিচারে বিশে^র সেরা অলরাউন্ডার সাকিবকে ওয়ানডের দশক সেরা ক্রিকেটারদের একাদশে রাখা হয়। এমন অর্জনের পর সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, বিগত ১০ বছরের ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য উইজডেনকে জানাই ধন্যবাদ। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রিকেট মাঠে আমার পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার জন্য। আশা করছি আরো বেশি উদ্দীপনা ও পরিশ্রমের সঙ্গে এই ধারা বজায় রাখতে সক্ষম হব। গত ১০ বছরে সাকিব খেলেছেন ১৩১ ওয়ানডে। যেখানে ব্যাট হাতে করেছেন ৪২৭৬ রান। ব্যাটিং গড় ৩৮.৮৭ আর ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১২৪ রান। বল হাতে গত এক দশকে সাকিব নিয়েছেন ১৭৭ উইকেট। যেখানে সাকিবের বোলিং গড় ৩০.১৫ আর বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। সবমিলিয়ে সাকিব ওয়ানডে খেলেছেন ২০৬টি। যেখানে ব্যাট হাতে করেছেন ৬৩২৩ রান, ব্যাটিং গড় ৩৭.৮৬। ৯টি সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে আছে ৪৭টি ফিফটি। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রান। বল হাতে ওয়ানডে ক্যারিয়ারে নিয়েছেন ২৬০ উইকেট। চার উইকেট নিয়েছেন আটবার আর পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ানডে একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App