×

পুরনো খবর

জাতীয় পতাকা ব্যবহার নীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:২৩ পিএম

জাতীয় পতাকা ব্যবহার নীতি

জাতীয় পতাকা

জাতীয় পতাকা একটি রাষ্ট্রের পরিচয়, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের পতাকা। এটি শুধু একটি কাপড় নয়, এটি দেশের স্বাধীনতার প্রতীক। কিন্তু আমাদের দেশে গুরুত্বপূর্ণ এ প্রতীক ব্যবহারের বিধি সম্পর্কে জনগণ জানে না কিংবা জেনেও মানে না; অথচ এর ব্যবহারের জন্য রয়েছে সুস্পষ্ট বিধিমালা। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধি-বিধান রয়েছে। আমরা প্রতিনিয়ত জেনে, না জেনে অতি উচ্ছাসে সে করে চলছি অবমাননা। বিজয়ের মাসে অনেকে বাসাবাড়ি, গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করে, কিন্তু দেখা যায় সন্ধ্যার পরও পতাকা নামায় না। আবার নিজেদের ইচ্ছামতো মাপে, রংয়ে বানিয়ে বিশাল একটা খুঁটিতে উড়িয়ে দেয়। কিন্তু এসব যে জাতীয় পতাকার অবমাননা! অথচ আইনে এসব বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে এবং অবমাননা প্রতিরোধে শাস্তির বিধানও রয়েছে। ২০১০ সালের জুলাই মাসে এই আইন সংশোধিত হয়। এই সংশোধনীতে সর্বোচ্চ ২ বছর শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রাখা হয়। আসুন, জাতীয় পতাকা ব্যবহারে সচেতন হই, সচেতনতা বাড়াই। আমাদের পতাকার মান রক্ষার দায় কিন্তু আমাদেরই। জাতীয় দিবসগুলোতেই সাধারণ মানুষ বেশিরভাগ সময় জাতীয় পতাকার সংস্পর্শে আসে। তাই এ সময়ই লিফলেট বিতরণ করে প্রশাসন জাতীয় পতাকা নিয়ে সচেতনতা বাড়াতে পারে। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

পটিয়া, চট্টগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App