×

অর্থনীতি

আবাসন মেলায় কোন ব্যাংকের কত সুদে হোম লোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৩২ পিএম

আবাসন মেলায় কোন ব্যাংকের কত সুদে হোম লোন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আবাসন মেলা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এ মেলায় বরাবরের মতো এবারেও অংশ নিয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে হোম লোনের সুদে বিশেষ ছাড় দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মেলায় অংশ নেয়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলগুলোতে খোঁজ নিয়ে এ সব তথ্য জানা গেছে। এবারের মেলায় সর্বনিম্ন সুদে হোম লোন দিচ্ছে বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি এবারে সাড়ে ৯ শতাংশ সুদে হাউজ লোন দিচ্ছে বলে জানিয়েছেন মেলায় ব্যাংকটির স্টলে থাকা প্রতিনিধি। আরেক আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)। মেলার স্টলে থাকা প্রতিষ্ঠানটির রিলেশনশিপ অফিসার বলেন, আমাদের কাছ থেকে গ্রাহকরা অ্যাপার্টমেন্ট লোন, হোম ইমপ্রুভমেন্ট লোন, হোম এক্সটেনশন লোন, প্রিমিয়ার হাউজিং লোন, হাউজিং প্লট লোন, হোম কন্সট্রাকশন লোন এবং হোম ওনার্স লোন নিতে পারবেন। রিহ্যাব মেলায় কোনো গ্রাহক আমাদের স্টল থেকে হোম লোন নিলে তাকে ১০ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। মেলা ঘুরে দেখা গেছে, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে সিটি ব্যাংক দিচ্ছে ৯ দশমিক ৯০ শতাংশ সুদে লোন। তবে নির্মানাধীন ভবনের ক্ষেত্রে সুদ হার ১০ শতাংশ। মেলায় প্রতিষ্ঠানটি প্রসেসিং ফি রাখছে অর্ধেক। ১০ শতাংশ সুদে হোম লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটিও প্রসেসিং ফি অর্ধেক নিচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সুদ হার ১০ দশমিক ৫, প্রাইম ১০ দশমিক ৫, ব্যাংক এশিয়া ১১, স্ট্যাডার্ড ব্যাংক ১১, আইএফআইসির সুদ হার ১০ থেকে ১১ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ডেল্টা দিচ্ছে ১০দশমিক ৫, আইডিএলসি সার্ভিস হোল্ডারদের জন্য ১০ দশমিক ৯৯ ও ব্যবসায়ীদের জন্য ১১ দশমিক ৪৯ শতাংশ সুদে লোন দিচ্ছে। এছাড়া লংকা বাংলা ১১দশমিক ৪৯, ন্যাশনাল হাউজিং ১১ এবং আইপিডিসি ১১ শতাংশ সুদে লোন দিচ্ছে। মেলায় ফ্ল্যাট ও প্লট কিনতে আসা ক্রেতাদের অনেককেই ঋণ নিতে ব্যাংকের স্টলে খোঁজ নিতে দেখা গেছে। মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাঁচ দিনের এই মেলায় রয়েছে ২৬০টি স্টল। তার মধ্যে রয়েছে ১১৬টি আবাসন প্রতিষ্ঠান, ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ৩০টি নির্মাণ সামগ্রি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা, তবে মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। এই টিকিট দিয়ে একজন দর্শনার্থী পাঁচবার মেলায় প্রবেশ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App