×

বিনোদন

নতুন বছরে বাংলাদেশে ‘রবিবার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪ পিএম

নতুন বছরে বাংলাদেশে ‘রবিবার’

আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে জয়া-প্রসেনজিৎ অভিনীত ‘রবিবার’ সিনেমা। অতনু ঘোষ নির্মিত সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে রবিবার টিম সিনেমার প্রচারণায় ততই ব্যস্ত হয়ে পড়ছেন। এদিকে কলকাতায় মুক্তির পরের সপ্তাহে অর্থাৎ নতুন বছরের শুরুতে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে।

এ বিষয়ে আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশে ‘রবিবার’ মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে। সবকিছু কাটিয়ে গত ১৯ ডিসেম্বর অনুমতি পেয়েছি।

চলতি সপ্তাহে ‘রবিবার’ সেন্সরে জমা পড়তে পারে। কলকাতার সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দেয়ার ইচ্ছে ছিল। তবে সেন্সর বোর্ডে জমা দিতে দেরি হওয়ায় নতুন বছরের শুরুতে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় রবিবার সিনেমাটির বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App