×

পুরনো খবর

হবিগঞ্জ গ্যাস ফিল্ড পরিদর্শন সংসদীয় স্থায়ী কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৪ পিএম

হবিগঞ্জ গ্যাস ফিল্ড পরিদর্শন সংসদীয় স্থায়ী কমিটির

একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ শেভরন বাংলাদেশে লি. এর হবিগঞ্জ জেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জ গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ এ দুটি গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। এসময় তারা গ্যাস উত্তোলন, সাপ্লাইসহ নানাবিধ বিষয়ে খোঁজ খবর নেন। গ্যাস যাতে বিনা অনুমতিতে সাপ্লাই না হয় ও যথাযথ হিসেব রাখার সে বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। সকালে কমিটির সদস্যরা সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছালে স্থানীয় গ্যাস ফিল্ডের কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে প্রতিনিধি দল হযরত শাহজালাল-এর মাজার জিয়ারত করেন। অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য আবু জাহির, আলী আজগর, মো: নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসনে সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App