×

শিক্ষা

নুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৩ পিএম

নুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি
নুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি
নুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

ডাকসু ভিপির ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি: ভোরের কাগজ।

নুরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদ। ছবি: ভোরের কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের বহিষ্কারেরও দাবি জানান তারা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, ‘গতকাল সনজিত-সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও তাদের বহিষ্কার করতে হবে।’

[caption id="attachment_189085" align="alignnone" width="700"] ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদ। ছবি: ভোরের কাগজ।[/caption]

তিনি বলেন, ‘এই হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও মদদ রয়েছে। এর দায় তারা এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই হামলার সঙ্গে জড়িত।’

রাজু ভাস্কর্যের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেয়া হয়।

উল্লেখ্য, রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের ভিপির কক্ষেই নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App