×

সারাদেশ

নওগাঁয় ৪৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৯ পিএম

নওগাঁয় ৪৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। খাল দখলমুক্ত করতে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে মান্দা উপজেলার সতিহাট বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দার পাঠাকাটা থেকে সতিহাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল রয়েছে। এ খালের দু’ধার দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। খালটি দখলমুক্ত করতে সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। উচ্ছেদের প্রথমদিন সতিহাট এলাকায় ৪৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে পুরো খালটি দখলমুক্ত করা হবে। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, মান্দার সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, মান্দা থানার উপপরির্দশক নজরুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ পুলিশের একটি বিশেষ টিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App