×

ফিচার

কবিতা ছড়া গানে মুখর বিকেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:০৩ পিএম

কবিতা ছড়া গানে মুখর বিকেল
নতুন প্রজন্মের কবি কামরান চৌধুরী লিখেছেন- ‘বিজয় দেখেছি ভোরের আলো মাটি ছোঁয়ার সুগন্ধে/আজান কিংবা শঙ্খ ধ্বনিতে, নীরব প্রার্থনা সঙ্গীতে/লাউয়ের ডগায়, আমলকী বন, বাঁশঝাড়ে শর্ষেক্ষেতে।’ এরকম সব কবিতা ও ছড়া আবৃত্তি এবং গানে গানে গত ১৩ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলার মুখ আয়োজিত মঞ্চে অনুষ্ঠিত হয় ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের বিজয় আড্ডা। মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে সপ্তাহব্যাপী বই মেলা আয়োজন করে চেতনায় মুক্তিযুদ্ধ, মননে মুক্তিযুদ্ধ ধারণকারী সংগঠন বাংলার মুখ। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি/মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’ এ গানে আজো শিহরণ লাগে। সেদিন বিকেলে এ বিজয় মঞ্চে বিশিষ্ট লেখিকা পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন পাঠক ফোরাম সিলেট পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ভোরের কাগজের ব্যুরো প্রধান ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়া পরিষদের সহ-সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক উত্তর পূর্ব এর সাংবাদিক সজল ঘোষ। গীতিকবি ইলিয়াস আকরামের ‘জয় বাংলার গান’ দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেটের সহ-সভাপতি কবি হিমাংশু রায় হিমেল, কবি জালাল জয়, কবি লিলি, কবি মিনহাজ ফয়সল, কবি আজীব ইবনে গণি, কবি রাব্বী আহমদ। ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ নিয়ে আসেন বঙ্গবন্ধু ভক্ত ফেরদৌস মিয়া। অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি অজয় বৈদ্য অন্তর। আরো উপস্থিত ছিলেন কবি মিজানুর রহমান, পাফো বন্ধু মো. আব্দুর রহমান, দ্বিজেন্দ্র লাল শর্মা, বিকাশ দাস, মকসুদ আহমদ, সৈয়দ গালীব প্রমুখ। পুরো অনুষ্ঠানে মূল সহযোগী ছিলেন কবি মিহির মোহন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App