বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত ৩

আগের সংবাদ

হবিগঞ্জ গ্যাস ফিল্ড পরিদর্শন সংসদীয় স্থায়ী কমিটির

পরের সংবাদ

মাদকাসক্ত পুরুষরা ৭ গুণ বেশি নারী নির্যাতন করে

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯ , ৫:২৭ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯ , ৭:৫৮ অপরাহ্ণ

যেসব পুরুষরা মাদক সেবন করে তারা অন্যদের তুলনায় ৬-৭ গুণ বেশী নারীদের উপর পারিবারিকভাবে নির্যাতন চালায়। সুইডেনের ২৬ বছরের মেডিকেল ও পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণ করে এমন এক ফলাফল প্রকাশ করে পিএলওএস। গভেষণায় বিশেষজ্ঞরা ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র, সুইডেন এবং লন্ডনের প্রায় ১ লাখ ৪০ হাজার পুরুষ মাদকসেবীর তথ্য বিশ্লেষণ করেছেন।

গভেষণায় দেখা যায় যেসব পুরুষ মানসিকভাবে অসুস্থ তাদেরও নারীদের প্রতি সহিসংস হওয়ার আশঙ্কা থাকে। গভেষকরা বলেন, যারা মাদক সেবন করে তাদের ১.৭ ভাগ পুরুষ নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হোন যা অন্যন্য সাধারণ পুরুষের থেকে ৭ গুণ বেশি।

যারা মাতাল অবস্থায় নির্যাতন চালায় তারা স্বাভাবিক অবস্থায়ও সহিংসতা চালায়। মাদক ধৈর্য্যশক্তি কমিয়ে দেয় ফলে মাদকাসক্তরা সহজেই সহিংস হয়ে ওঠে।

নকি/

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়