×

জাতীয়

শ্রমিক পাঠাতে বেশি অর্থ নিলেই ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৪ পিএম

শ্রমিক পাঠাতে বেশি অর্থ নিলেই ব্যবস্থা

বিদেশে শ্রমিক পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট রিক্রটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশী কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এ সেমিনারে অন্যান্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বায়রা সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমদ ও ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানে নিরাপদ অভিবাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। দালালদের দৌরাত্ব্যে শ্রমিকদের নানা হয়রানির বিষয় তুলে ধরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলে তবেই বিদেশে শ্রমিক পাঠানোর একটি কাঠামো করতে তাগিদ দেন বক্তারা। এসময়ে বিদেশে শ্রমিক পাঠানোর আগেই দক্ষতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব শ্রমিকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App