×

আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা ও ভয় ছড়ানো হচ্ছে: মোদি

Icon

nakib

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ পিএম

নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা ও ভয় ছড়ানো হচ্ছে: মোদি
ভারতে সম্প্রতি পাস হওয়া মুসলিম বিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান ব্যাপক বিক্ষোভ ও সহিংসতায় প্রাণহানির ঘটনা বৃদ্ধি পাওয়ার মধ্যেই রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার হিন্দু জাতিয়তাবাদী ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সমাবেশে যোগদান করেন দিল্লিতে। নাগরিকত্ব আইন পাস হওয়ার পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের পর মোদি সরকারের প্রথম নিবাচর্নী পরিক্ষা হবে সামনের বছরের শুরুতে দিল্লির রাজ্যসভার নির্বাচনের মাধ্যমে। নির্বাচনী জনসভা এ সময় চলমান বিক্ষোভ নিয়ে জাতির উদ্দেশ্যে সরকার প্রধানের ভাষনে পরিণত হয়। নির্বাচনের চেয়ে বেশী আলোচিত বিষয় ছিল চলমান অস্থিরতা নিয়ে। জনসভায় মোদি বলেন, “এ আইন ১৩০ কোটি ভারতীয়কে প্রভাবিত করবে না, এবং আমি মুসলিম নাগরিকদের নিশ্চয়তা দিচ্ছি এ আইন তাদের জন্য কোন পরিবর্তন আনবে না।” এ সময় তিনি তার সরকার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন সংস্কার আনেননি বলেও দাবি করেন। এ সময় তিনি এ আইন পাস হওয়ার পব থেকে কিছু রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। কিছু নেতারা জনগণকে বিভ্রান্ত করছে এবং মানুষকে উত্তেজিত করছে বলে তিনি মন্তব্য করেন। যারা মিথ্যা এবং ভীতি ছড়াচ্ছে তাদেরকে মোদির তার কাজের প্রতি দৃষ্টি দিয়ে কোন বিভেদ সৃষ্টিকারী কাজ করে থাকলে তা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান। মোদি প্রধান বিরোধী দল কংগ্রেসকে ষড়যন্ত্র করে সারা ভারতে উত্তেজনা ছড়ানোর জন্য দায়ী করে বলেন তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে সব ধরনের কৌশল অবলম্বন করছে। মোদির দল ২০০ স্থানে বিক্ষোভের পালাটা কর্মসূচি হিসেবে এ ধরনের সমাবেশ করার পরিকল্পনা করছে। এ পর্যন্ত চলমান বিক্ষোভে গত ১০ দিনে প্রায় ২৫ জন নিহত হয়েছে এবয় আটক করা হয়েছে ১৫০০ বিক্ষোভকারীকে। ৪ হাজার লোককে আটক করে পর ছেড়ে দেয়া হয়েছে। অন্য দিকে সমাবেশের এক কিলোমিটার দূরে জামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ চলছিল যেখান থেকে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পরেছিল। রবিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বিভিন্ন পেশার লোকজন বিক্ষোভে অংশ গ্রহণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App