×

সারাদেশ

সরকারি কাজে বাধা দেয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করেছে হোয়াইক্যং বিট অফিস। শনিবার(২১ ডিসেম্বর) দুপুরে তাকে টেকনাফ থানা হয়ে কক্সবাজার কারাগারে প্রেরণ করেছে টেকনাফ থানা পুলিশ। জানা গেছে, গত শুক্রবার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার তুলাতুলি পাহাড়ে সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুর নেতৃত্বে ৬/৭ জন লোক পাহাড় ও গাছ কর্তন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের নেতৃত্বে একটি দল। দলটি ঘটনাস্থলে পৌছালে উক্ত গোলাম সরোয়ারসহ তার সহযোগীরা বনবিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদসহ অন্য কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা করে। এসময় সরোয়ারের সহযোগীরা আশিক আহমেদের ইউনিফর্মের র‌্যাঙ্ক ব্যাজ ছিড়ে ফেলা সহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই চেয়ারম্যানকে আটক করে। বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম সরওয়ার একজন বন খেকো। তিনি ইতিপূর্বেও বন মামলায় জেল খেটেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সরকারি পাহাড়, গাছ কর্তনে লিপ্ত রয়েছে। অভিযানের সময় পাহাড় ও গাছ কর্তনের একাধিক সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নাজমুল আলম সংবাদের সত্যাতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার মামলার নং ৬৯/ ২০-১২-১৯ ইং। সরকারি কাজে বাধা, কর্মকর্তা কর্মচারিদের মারধর ও পাহাড় কাটার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App