×

খেলা

ফেডারেশন কাপে পুলিশের প্রথম জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:১১ পিএম

ফেডারেশন কাপে পুলিশের প্রথম জয়
ফেডারেশন কাপের গ্রুপ ‘এ’তে প্রথম আরামবাগ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটিতে পুলিশ এফসির হয়ে জোড়া গোল করেন সিডনি রিভেরা। আর একটি গোল করেন মোহাম্মদ স্বাধীন। অপরদিকে আরামবাগের হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন আইদেরে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে ৪-০ গোলে হারে তারা। এখন দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল পুলিশ এফসি। আগামী ২৪ তারিখ আরামবাগ ক্রীড়া চক্র গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আবাহনীকে বড় ব্যবধানে হারাতে হবে আরামবাগকে। পুলিশ এফসিকে ম্যাচটির ৩২ মিনিটের মাথায় প্রথম গোলটি এনে দেন সিডনি রিভেরা। প্রথমার্ধের পুরো সময় এই ব্যবধান ধরে রাখে তারা। এরপর ৮২ মিনিটের মাথায় আবার এই রিভেরাই গোল করে পুলিশকে ২-০ গোলের ব্যবধান এনে দেন। তবে ৮৯ মিনিটের মাথায় আইদেরের পায়ে একমাত্র গোলটি পায় আরামবাগ। এমন শেষ মুহূর্তের গোলে অন্তত ড্র করার আশা দেখেছিল আরামবাগ। কারণ ড্র করলেই তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যেত। কিন্তু এরপরের মিনিটেই পুলিশের হয়ে তৃতীয় গোলটি করে তাদের আশায় বালি ঢেলে দেন মোহাম্মদ স্বাধীন। এদিকে এ বছরই প্রথমবারের মতো ফেডারেশন কাপে খেলতে আসে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। টানা ২ বছর দেশীয় ফুটবলের দ্বিতীয় সারির লিগ বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে খেলার পর এ বছর সর্বোচ্চ ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে তারা। আর প্রিমিয়ার লিগের টিকেট পাওয়ায় ফেডারেশন কাপেও খেলার সুযোগ পায়। তবে ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হারতে হয় তাদের। কিন্তু প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। শক্তিশালী আরামবাগকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে যেন নিজেদের শক্তির জানান দিল নবাগত দলটি। অপরদিকে দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরে পঞ্চম হয়ে মৌসুম শেষ করেছিল আরামবাগ। কিন্তু নতুন বছরের প্রথম প্রতিযোগিতায় খেলতে নেমে হোঁচট খেল তারা। নবাগত পুলিশ এফসির কাছে এমন হার অপ্রত্যাশিতই ছিল আরামবাগের খেলোয়াড়দের কাছে। তারা হয়তো ভেবেছিল ঢাকা আবাহনীর মতো তারাও পুলিশ এফসিকে বড় ব্যবধানে উড়িয়ে দেবে। কিন্তু হলো তার উল্টো। এখন আরামবাগের জন্য কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল। ফেডারেশন কাপের গত মৌসুমে গ্রুপ পর্বের দুটো ম্যাচের দুটোতেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আরামবাগ। এ বছর সেটি আর সম্ভব হলো না। উল্টো কোয়ার্টার ফাইনালে টিকেট না পাওয়ার শঙ্কায় পড়ে গেল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App