×

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের ভাগ্য জানালো গুলশানের টিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৪ পিএম

মার্কিন রাষ্ট্রদূতের ভাগ্য জানালো গুলশানের টিয়া

রাজধানীর গুলশানে পাড়া উৎসবে টিয়া পাখির কাছে ভাগ্য জানছেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতআর্ল রবার্ট মিলার। পাশে মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগ্রহ।

মার্কিন রাষ্ট্রদূতের ভাগ্য জানালো গুলশানের টিয়া

রাজধানীর গুলশানে পাড়া উৎসবে টিয়া পাখির কাছে ভাগ্য জানছেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতআর্ল রবার্ট মিলার। পাশে মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগ্রহ।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের ভাগ্য বলে দিল এক টিয়া পাখি। বললো, রবার্ট মিলার জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করবেন। জীবনে তার উন্নতি ঘটবে। নিজের ভাগ্যের কথা শুনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিলার।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ‘পাড়া উৎসবে’ ভাগ্য গণনা করার স্টলে মিলার উপস্থিত হলে সেখানে থাকা টিয়া পাখি তার ভাগ্যের কথা বলে দিয়েছেন।

এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এসময় অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজিত ‘পাড়া উৎসবের’ একটি স্টলে ভাগ্য গণনার জন্য টিয়া পাখি রাখা ছিল। মিলার আগ্রহ নিয়ে সে সম্পর্কে জানতে চান মেয়রের কাছে। মেয়র বিষয়টি সম্পর্কে মিলারকে বুঝিয়ে বললে তিনি ভাগ্য গণনার আগ্রহ দেখান।

এ সময় টিয়া পাখি খামে মোড়ানো ভাগ্য লেখা একটি কাগজ মিলারের হাতে তুলে দেয়। ভাগ্য গণনাকারী ব্যক্তি তখন কাগজটির লেখা ‘এটা যার নামে উঠবে তিনি জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করবেন। জীবনে উন্নতি ঘটবে... পড়ে শোনান। তখন আয়োজকদের একজন তা অনুবাদ করে মিলারকে বলেন। নিজের ভাগ্য শুনে অবাক হয়ে যান মিলার। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে রাষ্ট্রদূত দেশীয় পিঠা খান। এ যুবক তাকে কার্ডের জাদু দেখালে তিনি অভিভূত হয়ে যান। শুধু তাই নয়, উৎসবে তিনি মেয়র আতিকুলের সঙ্গে ক্যারাম ও দাবাও খেলেন। পাশাপাশি গানের তালে তালে বাংলার ঐতিহ্যবাহী বায়স্কোপও দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App