×

জাতীয়

হর্ন বাজানোয় উপসচিবের গাড়ি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৪ পিএম

হর্ন বাজানোয় উপসচিবের গাড়ি আটক
সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ি আটক করা হয়েছে। এমন অপরাধে সরকারি উচ্চপদস্থ এ কর্মকর্তার কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০০ টাকা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ জরিমানা আদায় করেন। বিষয়টি নিশ্চিত করে কাজী তামজীদ আহমেদ বলেন, সচিবালয়ের সম্মুখের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন। সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে একাধিক প্রাইভেট কার, জিপ গাড়ি ও মাইক্রোবাস সহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এর আগে, গত ৮ ডিসেম্বর সচিবালয় এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে কার্যকর করতে সচিবালয়ের আশপাশে হর্ন বাজালে জেল-জরিমানা নির্ধারণ করে পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App