×

দুর্ঘটনা

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহত বেড়ে ২১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:২২ পিএম

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহত বেড়ে ২১
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় অগ্নি দগ্ধ মজিফুল ইসলাম (৪৫) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ডাঃ পার্থ শংকর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মফিজুলের শরীরে ৪০ ভাগ আগুনে দগ্ধ হয়ে ছিলো। মাল ডেলিভারির সুপারভাইজার হিসেবে চাকরী করতেন। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর গ্রামে। বাবার নাম মৃত ওলি মিয়া। পুরান ঢাকার আরমানিটোলার ১০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।  স্ত্রী রুবিয়া বেগম ও তিন সন্তান রেখে গেছেন। তার ময়নাতদন্তের জন্য মরদেহ  ঢামেক মর্গে রাখা হয়েছে। ১১ ডিসেম্বর বিকালে ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে এক জন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় অন্তত ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসাপতালে ভর্তি করানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App