×

বিনোদন

গায়ক থেকে নায়ক হচ্ছেন শুভ্রদেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৭ পিএম

গায়ক থেকে নায়ক হচ্ছেন শুভ্রদেব
সংগীতশিল্পী শুভ্রদেব গানের মানুষ, তবে নায়ক হয়েছেন বেশ কয়েকবার। ১৯৮৯ সালের ‘শুকতারা’ নাটক দিয়ে আর অভিনয় শুরু। সবশেষ দেখা গেছে, ২০১৬ সালের ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিছবিতে। তবে এবার আবারো গায়ক থেকে আবার নায়ক হচ্ছেন শুভ্রদেব। গত ১৭ ডিসেম্বর থেকে ‘আরশিনগর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটিতে তাকে দেখা যাবে একজন সেলিব্রেটির চরিত্রে। এ প্রসঙ্গে শুভ্রদেব বলেন, গানের পাশাপাশি কয়েকটি নাটক-টেলিছবিতে আমি অভিনয় করেছি। আর আমার অভিনয়ে শুরুটা হয়েছে ধারাবাহিক নাটক দিয়ে। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আর ধারাবাহিকে অভিনয় করা হয়নি। ‘আরশিনগর’ নাটকের চরিত্রটি আমার সঙ্গে মিল থাকায় কাজ করতে সম্মতি দিয়েছি। আমার নিজের চরিত্র ও ধারাবাহিকের গল্প দুটোই মনের মতো হওয়ায় এতে কাজ করছি। মানস পালের রচনায় ‘আরশিনগর’ নির্মাণ করছেন মজিবুল হক খোকন। ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি ও জামিল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App