×

পুরনো খবর

মিথ্যাবাদী রাখালের গল্প হার মানাচ্ছে এক ব্রিজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৫ পিএম

মিথ্যাবাদী রাখালের গল্প হার মানাচ্ছে এক ব্রিজ!
মিথ্যাবাদী রাখালের গল্প হার মানাচ্ছে এক ব্রিজ!
রামু উপজেলার কাউয়ারখোপের পশ্চিম মনিরঝিল সোনাইছড়ি ছড়ার ওপর নির্মাধীন মাত্র ৩৬ মিটার দীর্ঘ ব্রিজের কাজ ৪ বছরেও শেষ হয়নি। চরম দুর্ভোগে এলাকার কয়েক হাজার মানুষ। দফায় দফায় ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার তারিখ দিয়েই যাচ্ছেন ঠিকাদার। মিথ্যা আশ্বাসে কেবল প্রতিক্ষার প্রহর গুনছে এলাকাবাসী। প্রতীক্ষা যেন শেষ হয় না। বিষয়টি এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো হয়ে গেছে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এবং রাজারকুল ইউনিয়নের মানুষের মাঝে সহজ যোগাযোগ এবং জীবনযাত্রা সহজ করা লক্ষে সোনাইছড়ি ছড়ার উপর ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের আন্তরিক প্রচেষ্টায় ২০১৬ সালে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সোনাইছড়ি ব্রিজটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কার্যাদেশ দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে। দুই বছরের মধ্যে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও চার বছরেও ব্রিজের কাজ শেষ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সরজমিনে গিয়ে দেখা গেছে, চার বছরে ব্রিজের কাজ হয়েছে মাত্র দুই তৃতীয়াংশ। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। সবকিছুর জন্য ঠিকাদারের অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। আর এসব জেনেও রামু উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস নীরব ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। ব্রিজের উভই পাশের পাকা রাস্তা শুধু ব্রিজের কাজ শেষ না হওয়ার কারণে দুই পারের মানুষের জীবনযাত্রা থমকে আছে। এসব কারণে নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি। ব্যাহত হচ্ছে সরকার ঘোষিত গ্রামকে শহর করার প্রক্রিয়াও। স্থানীয় অধিবাসী কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী এবং স্থানীয় ইউপি মেম্বার জহির উদ্দিন জানান, ব্রিজটি নির্মাণের আগে আমাদের অতি প্রয়োজনে বছর বছর শুকনো মৌসুমে জনগণ ঐ ছড়ায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ করে ঐ ব্রিজ দিয়ে অতি কষ্টে লোক চলাচল ও উদ্বৃত্ত উৎপাদিত ফসল ও মালামাল পরিবহন করে আসছিল। ব্রিজ নির্মাণ শুরুর প্রয়োজনে আগেরটি ভেঙে ফেলা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ স্থলের পাশে কোনো প্রকার লোকচলাচলের বিকল্প ব্যবস্থা করে দেননি। তখন ১/২ বছরের মধ্যে ব্রিজটির কাজ শেষ করার ঠিকাদারী প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের আশ্বাস পাওয়া গিয়েছিল। কিন্তু প্রায়ই দেখা যায় কিছু মিস্ত্রী বেশিরভাগ সময় বর্ষাকালে নামমাত্র কাজ করে উধাও হয়ে যায়। শেষমেষ জনগণকে আশ্বাস দেয়া হয়েছিল গত বর্ষা মৌসুমের আগে অবশ্যই ব্রিজের কাজ সমাপ্ত করা হবে। কিন্তু চলতি শুষ্ক মৌসুমেও কখনো কাজের ধীরগতি এবং কখনো দীর্ঘ সময় কাজ বন্ধ রাখা দেখে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জনগণ চায় অতি শিগগিরই নির্মাণ কাজ শেষ করে যেন লোকচলাচল ও যানবাহনের জন্য উন্মুক্ত করে দিয়ে জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করা হয়।ব্রিজের কাজে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আসাদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. আসাদ উল্লাহ বলেন, কয়েক বার ব্রিজের ডিজাইন পরিবর্তনের কারণে কাজ সমাপ্তিতে বিলম্ব হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে। এর আগেও কাজ সমাপ্ততির একাধিক তারিখ দিয়ে বরখেলাপের জবাবে তিনি বলেন, এমপির লোকজন ডিস্টার্ব করাতে কাজ বন্ধ রেখেছিলাম। পরে এমপি এ সমস্যা সমাধা করে এখন নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন। এমপির লোকজন কি ধরণের ডিস্টার্ব করেছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে প্রতিবেদককে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। এখন ব্রিজের কাজ সমাপ্তিতে কোন বাধা নেই বলেও জানান তিনি। কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ জানান, ব্রিজটির কারণে আমার প্রিয় মনিরঝিলবাসী চরম দুর্ভোগে আছে। ব্রিজটির কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ থেকে মনিরঝিলবাসীকে রক্ষাকরার জন্য আমি যতাযত কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আর এমপির লোকজন ব্রিজের কাজে ডিস্টার্ব করে বলে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। ঠিকাদার একাদিক কাজ নিয়ে ব্যস্ত। মূলত লোকবল সংকটের কারণে ব্রিজের কাজ শেষ করতে দেরি হচ্ছে তার। রামু উপজেলা উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আলম ব্রিজের ডিজাইন পরিবর্তনে কারণে কাজের বিলম্বের বিষয়টি স্বিকার করে বলেন, গার্ডারের কাজ শেষ হয়েছে, বাকি আছে ডালাইয়ের কাজ। আশা করছি দ্রুত শেষ হবে। তবে এমন একটি গুরুত্বপূর্ণ কাজে এত দীর্ঘ সময় বিলম্ব করাটা সরকারি দায়িত্বের প্রতি চরম অবহেলা বলেও মনে করছেন অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। অতি দ্রুত ব্রিজের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন। আমি কয়েকদিনের মধ্যে পরিদর্শনে যাবো। বিষয়টি সমন্বয় সভায় উত্থাপন করা হবে। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আমার অগ্রাধিকার প্রকল্প থেকে সোনাইছড়ি ব্রিজের এ টাকাটুকু বরাদ্দ দিয়েছিলাম। আজ থেকে ৩ বছর আগে কাজ শেষ করার কথা।ঠিকাদারের গাফলতি, অযোগ্যতা, অক্ষমতার কারণে কাজটি এখনো শেষ হয়নি। আমি জেলা অফিসে যোগাযোগ করবো। তাকে নোটিশ দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App