×

শিক্ষা

শেকৃবিতে বিজয় দিবস হল ফিস্টে নয় ছয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ পিএম

শেকৃবিতে বিজয় দিবস হল ফিস্টে নয় ছয়
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালযে ( শেকৃবি ) বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলােতে ফিস্ট (উন্নতমানের খাবার) পরিবেশনে অনিয়মের অভিযােগ উঠেছে । অভিযােগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বিষাদগার করে বিশ্ববিদ্যালয়টির প্রভােস্ট কাউন্সিলের আহ্বায়ক ও শেরেবাংলা হলের প্রভােস্ট প্রফেসর মাে. হাসানুজ্জামান আকন্দ বলেন, খুঁচাইতে আসছাে, এগুলাে তােমাদের জানার দরকার নাই । কতজন শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , বলবাে না । তুমি কোন এলাকার এটা আমি জানি । বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলােতে রাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। প্রতি বছরই বিক্রিত টোকেনের তুলনায় অধিক খাবারের আয়োজন , প্রটোকলের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক - কর্মচারী - কর্মকর্তাদের বাসায় খাবার প্রদান , অবৈধ ভাবে বিভিন্ন ছাত্র নেতাদের খাবার প্রদানসহ নানা অনিয়মের অভিযােগ উঠেছে । সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কবি কাজী নজরুল ইসলাম হলে মােট ৬৮০টি টোকেন বিক্রি করা হলেও ৭৫০টি টোকেনের আয়ােজন করা হযেছে । নবাব সিরাজ উদ - দৌলা হলের মােট এক হাজার টোকেন বিক্রি করা করা হলেও ১১৫০টি টোকেনের আযােজন করা হয়েছে । ফজিলাতুন্নেসা মুজিব হলের মােট ৬৫০টি টোকেন বিক্রি করা করা হলেও ৯২০টি টোকেনের আয়ােজন করা হয়েছে । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভােস্ট ও কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন , প্রটোকল রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক - কর্মচারী - কর্মকর্তাদের বাসায় খাবার প্রদান করা হয়, এটা এখানকার প্রাক্টিস। একজন শিক্ষার্থীর একাধিক টোকেন নেওয়ার বিষয়ে জানতে চাইলে ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভােস্ট প্রফেসর মােছা . আফরােজ জাহান বলেন, কিছু ছাত্রী অতিরিক্ত টোকেন নেয় , এটা অনিয়ম, আর এসব কাজ করে হলের নেত্রীরা । অভিযােগের বিষয়ে জানতে চাইলে শেকৃবি উপ-উপাচার্য প্রফেসর মাে. সেকেন্দার আলী বলেন, এসব আয়ােজনে চাহিদার তুলনায় কিছু বেশি খাবারের ব্যবস্থা রাখা হয় । তবে চাহিদার তুলনায় তা অস্বাভাবিক হলে সেটি উদ্বেগজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App