×

সাহিত্য

মুম্বাইয়ে বিজয় দিবস উদ্‌যাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৭ পিএম

মুম্বাইয়ে বিজয় দিবস উদ্‌যাপন
মুম্বাইয়ে বিজয় দিবস উদ্‌যাপন
মুম্বাইয়ে বিজয় দিবস উদ্‌যাপন
বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদ্‌যাপন করেছে ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে দিবসের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন দূতাবাসের উপ-হাইকমিশনার মো. লুতফর রহমান। পরে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভায় উপ-হাইকমিশনার বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বানী পাঠ করেন। এসময় বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম হাসান আল আমিন। পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের বানী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব নাফিসা মনসুর। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এসময় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল উপস্থিত ছিলেন।বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম হাসান আল আমিনের নেতৃত্বে ১২ সদস্যের দলটি সমন্বয় করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ। মুম্বাইয়ে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল ভিভানতায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন শিল্পী দিনাত জাহান মুন্নি ও খাইরুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী অনিক বোস, এবিএম শাহিদুল ইসলাম, মুনমুন বিশ্বাস মুন ও স্মিতা দে এবং যন্ত্রশিল্পীদের মধ্যে পার্থ প্রতিম গুহ, মনোয়ার হোসাইন এবং রুপতনু দাস শর্মা শিল্পীদেরকে সহযোগীতা করেন। এছাড়াও সহযোগীতার জন্য দলটির ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন সহকারী মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে মুম্বাই প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App