×

জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে তিন অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৪১ এএম

কয়েক ঘণ্টার ব্যবধানে তিন অগ্নিকাণ্ড

গাজীপুরে হারিনালে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ আগুনে নিহত হয়েছে ১০ জন। রোববার (১৫) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা পৌনে এক ঘণ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে মাত্র ৪৫ মিনিটের আগুন কেড়ে নেয় ১০ শ্রমিকের প্রাণ।

এ ঘটনার ঘণ্টা খানেক পর রাজধানীর কাঁটাবনে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে লাগ আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় রাত পৌনে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে।

এরপর রাত দেড়টার দিকে রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে হাতিরঝিলের পাশের বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

প্রসঙ্গত, এর আগে গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্লাস্টিক কারখানায় আগুনে ব্যাপক প্রাণহানি ঘটে। রোববার আরো দুজনসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App