×

বিশেষ সংখ্যা

কাঁটাতার ছেঁড়া ভোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৯ পিএম

মৃত্যু ছোঁয় নৈঃশব্দ্যের দ্যুতি আকাশের নীল পোড়ে ঝরে আগুনের ফোঁটা জোছনার প্রিয় রোদ ভেঙে ছিঁড়ে যায় দীর্ঘ রাত্রির নিভৃতে বোনা উড়– উড়– প্রজাপতির চোখ, নীলিমার স্বপ্নরাঙা রংধনু রুমাল গোলাপ ফোটে না ঠোঁটে ঝড় ওঠে ভাঙনের, বিপুল সুন্দর জ্যোতির্ময় স্বপ্নরেণু শব্দহীন ঝরে পড়ে নিশ্চুপ আঁধারে নীল চোখে হাঁটে তেলাপোকা মাছি, নেংটি ইঁদুর চাঁদের দিকে ঠ্যাং তুলে হিঁহিঁ হিশি করে কতিপয় বেজন্মা কুকুর কাঁটাতারে বিঁধে যায় কবিতা গোলাপ পাখির সোনালি ডানা, নিবিড় আশ্রয় তরুতলে ছায়া রোদ নিরিবিলি গেরস্থ সংসার ঘাতক আঁধার ছোঁয় ছিন্নভিন্ন বিষণ দরোজা প্রিয় ঘর অতঃপর মৃত রাত ভেঙে জাগে ভোর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App