×

বিশেষ সংখ্যা

আমি বিজয় দেখেছিলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৬ পিএম

আমি বিজয় দেখেছিলাম
আমি দেখেছি সত্তরের গণভোটের জন জোয়ারের বন্যা, দেখেছি বাঙালির একাত্মতায় মুজিবের ঐতিহাসিক বিজয় অনন্যা! আমি দেখেছি পাকিস্তানকে প্রত্যাখ্যান অঙ্গীকারের বিজয় উল্লাস, আমি দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধ লাখো শহীদের রক্তের অভিলাষ! আমি দেখেছি মা-বোনের প্রতি বর্বরতা সতীত্বের বিনাশ, আমি দেখেছি সোনার বাংলা স্বাধীনতার বিজয় ইতিহাস! আমি দেখেছি বাংলার মুক্তিযুদ্ধে রাজাকারের বিকৃত অট্টহাসি, আবার দেখেছি রাজাকারের গলায় ন্যায় বিচারের ফাঁসি! আমি দেখেছি পাকিস্তান হায়েনাদের পরাজয়ের লিখিত ইতিহাস, আবার দেখেছি নতজানু অবস্থায় আত্মসমর্পণের সেই বিনাশ! আমি দেখেছি বাংলাদেশের বুকে ঝিরঝির বইতে সমীরণ, আমি বাতাসে নিয়েছি স্বাধীনতা নামে একটি ফুলের ঘ্রাণ! আমি উড়তে দেখেছি বাংলার বুকে স্বাধীনতার বিজয় কেতন, আবার দেখেছি ষড়যন্ত্রকারীদের পতাকায় কালো লিখন! আমি দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের অস্বীকৃতির নির্মম পরিণতি, আবার দেখেছি রাজাকার চালায় স্বাধীন দেশের সংবিধান ও রীতি! আমি দেখেছি অনেক বেদনায় বাংলার ললাটে দুঃখের তিলক, দেখেছি সহস্র বুলেটে জাতির পিতার তাজা রক্তে রাঙানো বুক! চোখের জলে দেখছি আমি বাংলা হয়নি আজো স্বাধীন, পাকিস্তানি আত্মা ঘুরছে সর্বত্র বসতি ওদের পরাধীন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App