×

বিশেষ সংখ্যা

আমাদের স্বাধীনতা শীতের শ্রেষ্ঠ উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম

যখন সবুজ নদীর বুকে কুয়াশারা নিশ্চিন্তে ঘুমায়, মাটির রসের হাঁড়ি গর্ভবতী বোনের মতো আনন্দে পূর্ণ চ‚র্ণ রোদের দহন গালে হাত দিয়ে বসে থাকা মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করে, আর স্মৃতির বাক্স থেকে পৌরাণিক কাঁথার ভাঁজ ভেঙে বেরিয়ে আসে ‘মা-মা গন্ধ’ তখন বুঝি শীত এসে গেছে! শৈশবের পৃথিবীতে হন্তারকের মতো আসতো শীত! আর স্পষ্ট মনে আছে একবার, হ্যাঁ একবারই গায়ের সব উষ্ণ পোশাক খুলে অনন্য আলোময় শীতের সকাল এসেছিল মানচিত্র বুকে জড়িয়ে উড়িয়ে সার্বভৌম পতাকা! বেয়নেটের উত্তপ্ত প্রতিশোধে শৈত্যপ্রবাহ থেকে ঝিরঝির ফুটেছিল ঝর্ণার ফুল কিশোরী সবুজের মাঝে লালফুলের কারুকাজ করা গায়ের শালটা মেলে দিয়েছিল খোলা-মাচার ওপর! আমাদের অনির্বাণ বিজয়, আমাদের স্বাধীনতা শীতের শ্রেষ্ঠ উপহার!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App