×

সারাদেশ

যশোরে আলোচিত আনসার সদস্য হত্যার রহস্য উদঘাটন

Icon

nakib

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ পিএম

যশোরে আলোচিত আনসার সদস্য হত্যার রহস্য উদঘাটন
এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে যশোরে আনসার সদস্য হোসেন আলী দফাদারকে খুন করা হয়েছিল। হত্যার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও দুটি মোটর সাইকেল। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এই হত্যার রহস্য উদঘাটন করেছে। রোববার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। তিনি জানান, গত ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে আনসার সদস্য হোসেন আলী দফাদার হাশিমপুর বাজারে হত্যাকাণ্ডের শিকার হন। এঘটনায় নিহত হোসেন আলী’র ছেলে হুমায়ুন কবীর বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছিলেন। ১২ ডিসেম্বর যশোর ডিবি পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে ফুলবাড়ি গ্রাম থেকে মৃত লুৎফর রহমানের ছেলে আমিনুর রহমান মিঠুকে (৪৬) গ্রেফতার করে। পরে ১৪ ডিসেম্বর ঢাকার ভাসানটেক ও কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল (২৫), আনোয়ার (২৪), হাবিল, বার্মিজ (২২), শ্রী বিজয় কুমার বিশ্বাস (২১) এবং যশোরের হাশিমপুর বাজার থেকে সুজন (২৩) ও মোঃ সজল হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। এরপর ১৫ ডিসেম্বর মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী রাজ বাবু ওরফে ছোট বাবুকে (২৪) গ্রেফতার করা হয়। সংবাদ ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে মূল আসামি জুয়েল-মুন্নার নেতৃত্বে হাশিমপুর বাজার এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। এই গ্যাং এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রি ও ভাড়াটে খুনি হিসেবে কাজ করে থাকে। সংবাদ ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, সহকারী পুলিশ সুপার শফিকুজ্জামান, যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ, কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App