×

জাতীয়

বিএমটিএফ-ইসির আড়াই কোটি স্মার্ট কার্ডের চুক্তি

Icon

nakib

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৩ পিএম

দেশের নাগরিকদের স্মার্টকার্ড সরবরাহ নিশ্চিত করতে এবার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি করলো নির্বাচন কমিশন ইসি। চুক্তি মোতাবেক বিএমটিএফ ২০২১ সালের মধ্যে আড়াই কোটি কার্ড তৈরি করে দেবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, আর বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, দেশি প্রতিষ্ঠান থেকেই স্মার্টকার্ড তৈরি করে নেয়া হবে। ফ্রান্সের অবাথ্রুর টেকনোলজিস নামে প্রতিষ্ঠান থেকে আমরা স্মার্টকার্ড তৈরির চুক্তি করেছিলাম। কিন্তু তারা সময় মতো কার্ড সরবরাহ না করতে পারায় স্মার্টকার্ড বিতরণে বিলম্ব হয়েছে। বর্তমানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ থেকে কার্ড তৈরি করে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছি। ২০২১ সালের জুনের মধ্যে প্রতিষ্ঠানটি আমাদের আড়াই কোটি স্মার্টকার্ড তৈরি করে দেবে। এতে নতুন ভোটার, সংশোধন, স্থানান্তর ইত্যাদির সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। পরবর্তীকালে যখন যা প্রয়োজন হবে, তাই তৈরি করে নেওয়া হবে। তিনি জানান, ইতোমধ্যে আমাদের সঙ্গে কয়েকটি দেশ যোগাযোগ করেছে। ২০২১ সালের জুনের পর স্মার্টকার্ড আমরা রপ্তানিও করতে পারবো। স্মার্টকার্ড এর মাধ্যমে সমন্বিত সেবার বিষয়ে তিনি বলেন, আমাদের স্মার্টকার্ডে মেমরির বিরাট অংশ ফাঁকা রয়েছে। এর মাধ্যমে ব্যাংকের সেবা থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের সেবা দেওয়া যাবে। এগুলো ভবিষ্যতে সন্নিবেশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App