×

সারাদেশ

কুড়িগ্রামে তিন দিন ব্যাপি বিজয় উৎসব শুরু

Icon

nakib

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম

কুড়িগ্রামে তিন দিন ব্যাপি বিজয় উৎসব শুরু
কুড়িগ্রামে তিন দিন ব্যাপি বিজয় উৎসব শুরু
কুড়িগ্রামে তিন দিন ব্যাপি বিজয় উৎসব শুরু
মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম কেন্দ্রিয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপি বিজয় উৎসব শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় আলোক প্রজ্জ্বালনের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। পরে বুদ্ধিজীবীদের স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজ রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সূর্য শিল্পীগোষ্ঠী ও উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল ১৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সাম্প্রতিক কুড়িগ্রাম ও নাটক ‘বর্ণচোরা’ ও আলেখ্যানুষ্ঠান পরিবেশন করবে প্রচ্ছদ কুড়িগ্রাম। জ্যোতি আহমদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, বাসদের জেলা সমন্বয়ক ফুলবর হোসেন, কমিউনিস্ট পার্টির নেতা নূর মোহাম্মদ আনসার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App