×

জাতীয়

কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়

সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। এটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, জাতীয় শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতীকে মেধা শূন্য করতে চেয়েছিলো। পাকিস্তান হানাদার বাহিনীর সেই ষড়যন্ত্র সফল হয়নি। যারা দেশের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরো এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে সেই কাজটিই করছি।

এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার এমপি, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App