×

সাহিত্য

‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৩ পিএম

‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’

নন্দনমঞ্চ লাল-সবুজের শাড়িতে শুক্রবারও ছিল রঙিন। মুলত এর মধ্য দিয়ে শিল্পীরা বিজয়কে প্রতীকিভাবে তুলে ধরেছেন। পতাকার রঙের সাথে রবীন্দ্রনাথের সুর মিশিয়ে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের ভাসমান নন্দন মঞ্চটি কবিগুরুর গানের শিল্পীরা আরো বেশি নান্দনিক করে তুলেছেন শুক্রবারের ছুটির সন্ধ্যাটি। বিজয় দিবস উদযাপনে রবীন্দ্রনাথের গান নিয়ে দুইদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার একাংশ। শুক্রবার ছিল এর সমাপনী সন্ধ্যা।

বিজয়ের ৪৮তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শুক্রবার শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ‘স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ শীর্ষক এই রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন। আলোচনা শেষে রবী ঠাকুরের দেশাত্ববোধক গানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App