×

জাতীয়

সংগ্রাম সম্পাদককে থানায় জিজ্ঞাসাবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬ পিএম

সংগ্রাম সম্পাদককে থানায় জিজ্ঞাসাবাদ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে সম্পাদককে পুলিশে সোপর্দ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। পরে পুলিশ সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নিয়ে যায়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় সংগ্রামের কার্যালয়ে প্রথমে হামলা ও পরে তালা দেয়ার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় মুক্তিযুদ্ধ মঞ্চ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাস বুলবুল জানিয়েছেন, রাজাকারের পক্ষে অবস্থান নেয়ার অপরাধে সম্পাদক আবুল আসাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App