×

আন্তর্জাতিক

ব্রিটেনে ‘বাংলাদেশি‘ নারীদের জয়জয়কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:১২ পিএম

ব্রিটেনে ‘বাংলাদেশি‘ নারীদের জয়জয়কার
ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিপুল জয়ে অনেকটােই কোনঠাসা লেবার পার্টি। নিজ দল লেবার পার্টির পরাজয়ের মধ্যেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আপসানা বেগম। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার দ্বিতীয় সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের জনি লুককে ১৪১৮৮ ভোটে পরাজিত করে তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। ভোটে টিউলিপ সিদ্দিকী পান ২৮ হাজার ৮০ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। অপরদিকে, তৃতীয় বার জয়ের ধারা অব্যাহত রেখেছেন রুশনারা আলী।বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে নিকটতম প্রতিদন্দ্বী প্রাথী কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ডকে ৩৭৫২৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন। ৪৪ হাজার ৫২টি ভোট পেয়েছেন রুশানারা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮টি ভোট। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয়বারের মতো এমপি হিসেবে জয় পেয়েছেন রূপা হক। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গেল্যান্টকে ১৩৩০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছে। রূপা হকের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২ এবং প্রতিদ্বন্দ্বী জুলিয়ান গেল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট। এদিকে পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মত জয় পেয়েছেন আপসানা বেগম। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী শিউন ওকে ২৮৯০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আপসানা বেগমের প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৬০ এবং শিউন ওকে পেয়েছেন ৯ হাজার৭৫৬ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App